নগদ এজেন্ট বা নগদ উদ্যোক্তা ব্যবসা

নগদ এজেন্ট বা নগদ উদ্যোক্তা ব্যবসা


Posted on: 2020-05-23 22:14:02 | Posted by: eibbuy.com
নগদ এজেন্ট বা নগদ উদ্যোক্তা ব্যবসা

আজকের পর্বে বাংলাদেশে বহুল প্রচলিত মোবাইল ফিনান্সিয়াল নগদ এজেন্ট বা উদ্যোক্তা ব্যবসা নিয়ে আলোচনা করব। নগদ হলো ডাক বিভাগের একটি মোবাইল ব্যংকিং ব্যবস্থা। এ ব্যবস্থায় তারা দেশের প্রায় প্রতিটি মানুষকে এই মোবাইল ব্যংকিং ব্যবস্থায় আনতে চায়। বর্তমানে তারা ব্যবসা পরিচালনা করার জন্য সারা দেশে নগদ উদ্যোক্তা নিয়োগ দিচ্ছে। আমাদের মধ্যে আনেকে আছে যারা সাইড ব্যবসা হিসাবে করতে চান, কিন্তু কিভাবে এজেন্ট নিবেন এবং কত টাকা লাভ হবে এসব বিষয় না যানার কারনে এ ব্যবসাটি করতে পারচেন না। আজকের পর্বে ১. নগদ এজেন্ট নিতে কি কি লাগে ২. নগদ এজেন্ট লাভ বা কমিশন ৩. নগদ এজেন্ট ব্যবসা কেন করব ৪. নগদ একাউন্ট কোড ৫. নগদ একাউন্ট খুলতে কি লাগে এবং কত টাকা ইনভেস্ট করতে হবে এ সব বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক।


কেন নগদ এজেন্ট বা উদ্যোক্তা ব্যবসা করবেন??

আমরা সাধারনত মোবাইল ব্যংকিং ব্যবসা করি দোকানের সাইড ব্যবসা হিসেবে বা দোকানে কাস্টমার বাড়াতে। অনুরুপ নগদ এজেন্ট একটি দোকানের সাইড ব্যবসা হিসেবে একটি লাভজনক ব্যবসা। তবে অনেকের প্রশ্ন থাকে বিকাশ বা রকেট এজেন্ট এর সাথে নগদ এজেন্ট চালানো যাবে কি? অবশ্যই যাবে যদি আপনার আগ্রহ থাকে।

নগদ এজেন্ট বা উদ্যোক্তা হতে হলে কি কি লাগে??

অন্যান্য মোবাইল ব্যংকিং এজেন্ট নিতে যা যা লাগে ঠিক নগদ এজেন্ট নিতে ও লাগে। এর পরও যারা জানেন না তাদের জন্য
১. দোকানের ট্রেড লাইসেন্স যার মেয়াদ আছে।
২. যার নামে ট্রেড লাইসেন্স তার ছবি এবং আইডি কার্ডের ফটোকপি
৩. দোকানের সিল
৪. একটি সিম কার্ড যাতে আগে কোন নগদ একাউন্ট ছিলেনা

কিভাবে এজেন্ট বা উদ্যোক্তা হওয়ার জন্য আবেদন করবেন??

এজেন্ট হতে হলে প্রথমত উপরুক্ত কাগজ পত্র ঠিক থাকলে আপনার এলাকার নগদ ডিস্ট্রিবিউশন এর প্রতিনিধি সাথে আলোচনা করবেন। যদি আপনি তাদের না চেনেন তাহলে আপনার নিকটের নগদ এজেন্ট থেকে তাদের নাম্বার নিয়ে নিবেন। তাদের কাছে আপনি কাগজ দিয়ে দিলে তারা আপনাকে এজেন্ট এর সিম দিয়ে দিবে। এ ছাড়া আপনি নগদ ডিস্ট্রিবিউশন হাউসে গিয়ে কাগজ পত্র জমা দিতে পারেন। তারা আপনার কাগজ যাচাই বাছাই করে নগদ এজেন্ট দেওয়ার উপযুক্ত হলে এজেন্ট সিম দিয়ে দিবে। তবে যাচাই বাছাই করতে ২০ থেকে ২৮ দিন সময় লাগতে পারে।

কত টাকা ইনভেস্ট করতে হবে??

এ ব্যবসায় ইনভেস্ট যত বেশি হবে তত লাভ বেশি হবে। যদি মোবাইল ব্যংকিং এ আপনি নতুন হন তাহলে বেশি ইনভেস্ট করবে না। তবে নুন্যতম ১০ হাজার টাকা ইনভেস্ট করতে চেষ্টা করবেন।

নগদ এজেন্ট বা উদ্যোক্তা ব্যবসায় লাভ বা কমিশন কত??

নগদ এজেন্ট ব্যবসা লাভ হলো কাস্টমার টাকা উঠানো এবং পাঠানোর উপরে। কাস্টমার যদি ১ হাজার টাকা পাঠায় এবং উঠায় তাহলে প্রতি হাজারে ৪.১০ পয়সা পাবেন। এবং প্রতি লাখে ৪১০ টাকা পাবেন। এ ছাড়া কাস্টমারকে একাউন্ট খুলে দিলে বাড়তি টাকা পাবেন। টাকা সাথে সাথে আপনার এজেন্ট একাউন্টে যোগ হয়ে যাবে।

বর্তমানে নগদ এজেন্ট এর বাস্তবতা?

বর্তমানে নগদ সারা দেশে ডিস্ট্রিবিউশন হাউস খুলচে। এতে করে এজেন্ট এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যার ফলে কাস্টমার এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নগদ তাদের কাস্টমার এর সংখ্যা বৃদ্ধির জন্য তাদের লেনদেন এর লিমিট ৫০ হাজার করেছে। সর্বশেষ আশা করা যায় বিকাশের মত নগদ একটি জনপ্রিয় মোবাইল ব্যংকিং ব্যবস্থা হিসেবে পরিণত হবে। এবং যারা নগদ এজেন্ট রয়েছে তাদের নগদ এজেন্ট একটি লাভজনক ব্যবসা হিসেবে পরিণত হবে।


নগদ এজেন্ট ব্যবসায় সর্তকতা ঃ

নগদ এজেন্ট ব্যবসা করতে গেলে অনেক হেকার আপনাকে ফোন দিয়ে বিভিন্ন বিষয়ের লোভ দেখিয়ে আপনার বিভিন্ন তথ্য যানতে চাইবে। কখনো তাদের সাথে শেয়ার করবেন না। এরুপ করলে আপনার সমস্ত টাকা তারা নিয়ে যাবে।
( সর্বশেষ কথা হলো নগদ কর্তৃক অইন মেনে চলুন। মানি লন্ডারিং আইন মেনে চলুন কোন লেনদেন সন্দেহ বা আবৈধ মনে হলে ডিএসওকে যানান না হলে আপনার বিরুদ্ধে আইগত ব্যবস্থায় নেওয়া হবে)

আপনাদের কিছু প্রশ্ন এবং তার উত্তর

১. নগদ কোড কত বা নগদ একাউন্ট চেক করে কি দিয়ে??

উত্তরঃ 167

২. নগদ কেশ আউট চার্জ কত??
উত্তরঃ এপসঃ১৭ ইউএসডিঃ১৮
তবে তারা বিভিন্ন অফার এর কারনে এটি কম বেশি হতে পারে।

৩. নগদ পিন নাম্বার ভুলে গেলে কি করব??

উত্তরঃ আপনি যদি পিন নাম্বার ভুলে যান তাহলে সরাসরি কাস্টমার কেয়ার এর নাম্বারঃ 16167 এ কল করবেন। তারা আপনার একাউন্ট এর তথ্য চাইবে যেমনঃ যে আইডি কার্ড দিয়ে একাউন্ট খুলচেন তার তথ্য। যদি সঠিক হয় তাহলে তারা আপনার পিনটি রেস্টুরেট করে দিবে। নতুন পিন নাম্বার দিলে একাউন্ট চালু হয়ে যাবে।


Related Post

জনপ্রিয় পণ্য

সাম্প্রতিক পণ্য

Leave a Comment:
alibaba & Import Export expert

সি এন্ড এফ, আমদানি, আলিবাবা নিয়ে যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে মেসেজ করুন

এখানে ক্লিক করুন
2017 © 2025 eibbuy. All Rights Reserved.
Developed By Fluttertune react js next js